ফৌজদারী কার্যবিধি এম. সি. কিউ মডেল টেস্ট | Criminal Procedural law mcq Model Test
১। ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন না-মঞ্জর আদেশের বিরুদ্ধে কোন আদালতে জামিনের আবেদন করা যাবে?
উঃ দায়রা আদালতে
উঃ দায়রা আদালতে
২। ফৌজদারী মামলার ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয় এই বক্তব্যের ব্যতিক্রম কি?
উঃ দন্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের
উঃ দন্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের
৩। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারেন ?
উঃ ১০,০০০ টাকা
উঃ ১০,০০০ টাকা
৪। ফৌজদারী কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর ?
উঃ ২ বছর
৫। ফৌজদারী কার্যবিধি কোন ধারায় বেআইনীভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে সার্চ ওয়ারেন্ট সম্পর্কে বলা হয়েছে ?
উঃ ১০০
উঃ ১০০
৬। রাষ্ট্র বা পি.পি খালাসের বিরুদ্ধে আপীল না করলে, সংবাদ দাতার প্রতিকার কি?
উঃ রিভিশন
৭। দলিল তল্লাসি ও অবৈধ আটক ব্যক্তি উদ্ধারে তল্লাসি কতো ধারায়?
উঃ ৯৬, ১০০
৮। হুলিয়া কতো ধারায়?
উঃ ৮৭
৯। ক্রোক কতো ধারায়?
উঃ ৮৮
১০। সাফাই সাক্ষী কতো ধারায়?
উঃ ৩৪০
১১। আসামীর জবানবন্ধী বা বক্তব্য কত ধারায়?
উঃ ৩৪২
১২। আসামীর অনুপস্থিতিতে বিচার কত ধারায়?
উঃ ৩৩৯খ
১৩। নালিশ ফেরত ও আরজি ফেরত কতো ধারায়?
উঃ crpc- ২০১, cpc- আদেশ ৭ বিধি ১০
১৪। CD Case ডাইরী কি?
উঃ পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা তদন্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমান দলিল পত্র একত্রে করে যে ফাইল তৈরী করেন সেটিই CD Case ডাইরী।
১৫। পুলিশ ডাইরী কতো ধারায়? এর সাক্ষ্যগত মূল্য কি?
উঃ ১৭২, কোন সাক্ষগত মূল্য নাই।
১৬।চার্জ পরিবর্তন কতো ধারায়?
উঃ ২২৭
১৭। তদন্ত কি?
উঃ অপরাধের সাক্ষ্য সংগ্রহের জন্য পুলিশ কর্তৃক পরিচালিত কার্যক্রম হলো তদন্ত
১৮। অনুসন্ধান কি?
উঃ ম্যাজিষ্ট্রট বা আদালত কর্তৃক পরিচালিত কোন কার্যক্রম হলো অনুসন্ধান
১৯। দন্ড প্রদানের ক্ষমতা সম্পর্কিত ধারা গুলো বলুন?
উঃ ৩১(১), ৩১(২), ৩১(৩), ৩২(১)
২০। নারাজি দরখাস্ত কি? কতো ধারায় নারাজি দরখাস্ত করতে হয়?
উঃ অভিযোগকারী পুলিশ রিপোর্ট প্রত্যাখান করে যে দরখাস্ত দাখিল করে তাকেই নারাজি দরখাস্ত বলে। এই দরখাস্ত করতে হয় ২০০ ধারায়
২১। নালিশ খারিজ কতো ধারায়?
উঃ ২০৩, ২০৪
২২।খালাস ও অপর্যাপ্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপীল কতো ধারায়?
উঃ ৪১৭, ৪১৭ক
২৩। FIR কতো ধারায়?
উঃ ১৫৪
২৪। বিশেষ ম্যাজিষ্ট্রেট সম্পর্কে কতো ধারায় বলা হয়েছে?
উঃ ১২
২৫। নালিশ বা অভিযোগ কি?
উঃ ম্যাজিষ্ট্রট এর নিকট লিখিত বা মৌখিক অভিযোগ করাকে নালিশ বলে।
২৬। পুলিশ রিপোর্ট কতো ধারায়?
উঃ ১৭৩
২৭। ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া ২৪ ঘন্টার বেশি থানা হেফাজতে আটকে রাখা যাবেনা, কতো ধারায় বলা হয়েছে?
উঃ ৬১
২৮। খালাসের ধারা গুলো বলুন?
উঃ ২৪৫, ২৪৭, ২৪৮, ২৬৫জ, ২৬৫ট
২৯। অব্যাহতির ধারা গুলো বলুন?
উঃ ২৪১ক, ২৬৫গ
৩০।অভিযোগ খারিজ এর ধারা গুলো বলুন?
উঃ ২০৩, ২০৪
৩১। অভিযোগ প্রত্যাহারের ধারা গুলো বলুন?
উঃ ২৪৮, ৪৯৪
উঃ রিভিশন
৭। দলিল তল্লাসি ও অবৈধ আটক ব্যক্তি উদ্ধারে তল্লাসি কতো ধারায়?
উঃ ৯৬, ১০০
৮। হুলিয়া কতো ধারায়?
উঃ ৮৭
৯। ক্রোক কতো ধারায়?
উঃ ৮৮
১০। সাফাই সাক্ষী কতো ধারায়?
উঃ ৩৪০
১১। আসামীর জবানবন্ধী বা বক্তব্য কত ধারায়?
উঃ ৩৪২
১২। আসামীর অনুপস্থিতিতে বিচার কত ধারায়?
উঃ ৩৩৯খ
১৩। নালিশ ফেরত ও আরজি ফেরত কতো ধারায়?
উঃ crpc- ২০১, cpc- আদেশ ৭ বিধি ১০
১৪। CD Case ডাইরী কি?
উঃ পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা তদন্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমান দলিল পত্র একত্রে করে যে ফাইল তৈরী করেন সেটিই CD Case ডাইরী।
১৫। পুলিশ ডাইরী কতো ধারায়? এর সাক্ষ্যগত মূল্য কি?
উঃ ১৭২, কোন সাক্ষগত মূল্য নাই।
১৬।চার্জ পরিবর্তন কতো ধারায়?
উঃ ২২৭
১৭। তদন্ত কি?
উঃ অপরাধের সাক্ষ্য সংগ্রহের জন্য পুলিশ কর্তৃক পরিচালিত কার্যক্রম হলো তদন্ত
১৮। অনুসন্ধান কি?
উঃ ম্যাজিষ্ট্রট বা আদালত কর্তৃক পরিচালিত কোন কার্যক্রম হলো অনুসন্ধান
১৯। দন্ড প্রদানের ক্ষমতা সম্পর্কিত ধারা গুলো বলুন?
উঃ ৩১(১), ৩১(২), ৩১(৩), ৩২(১)
২০। নারাজি দরখাস্ত কি? কতো ধারায় নারাজি দরখাস্ত করতে হয়?
উঃ অভিযোগকারী পুলিশ রিপোর্ট প্রত্যাখান করে যে দরখাস্ত দাখিল করে তাকেই নারাজি দরখাস্ত বলে। এই দরখাস্ত করতে হয় ২০০ ধারায়
২১। নালিশ খারিজ কতো ধারায়?
উঃ ২০৩, ২০৪
২২।খালাস ও অপর্যাপ্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপীল কতো ধারায়?
উঃ ৪১৭, ৪১৭ক
২৩। FIR কতো ধারায়?
উঃ ১৫৪
২৪। বিশেষ ম্যাজিষ্ট্রেট সম্পর্কে কতো ধারায় বলা হয়েছে?
উঃ ১২
২৫। নালিশ বা অভিযোগ কি?
উঃ ম্যাজিষ্ট্রট এর নিকট লিখিত বা মৌখিক অভিযোগ করাকে নালিশ বলে।
২৬। পুলিশ রিপোর্ট কতো ধারায়?
উঃ ১৭৩
২৭। ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া ২৪ ঘন্টার বেশি থানা হেফাজতে আটকে রাখা যাবেনা, কতো ধারায় বলা হয়েছে?
উঃ ৬১
২৮। খালাসের ধারা গুলো বলুন?
উঃ ২৪৫, ২৪৭, ২৪৮, ২৬৫জ, ২৬৫ট
২৯। অব্যাহতির ধারা গুলো বলুন?
উঃ ২৪১ক, ২৬৫গ
৩০।অভিযোগ খারিজ এর ধারা গুলো বলুন?
উঃ ২০৩, ২০৪
৩১। অভিযোগ প্রত্যাহারের ধারা গুলো বলুন?
উঃ ২৪৮, ৪৯৪
৩২। অধিকতর তদন্ত কতো ধারায়?
উঃ ১৭৩(২)
৩৩। ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি কতো ধারায়?
উঃ ২০৫
৩৪। Confession ও Guilty plea কতো ধারায়?
উঃ ২৪৩, ১৬৪
৩৫। সরকার দন্ড মওকুফ করেন কতো ধারায়?
উঃ ৪০১
৩৬। সরকার মৃত্যু দন্ড, যাবতজ্জীবন কারাদন্ড হ্রাস করেন কতো ধারায়?
উঃ ৪০২
৩৭। দায়রা আদালত আদি এখতিয়ার প্রয়োগ করতে পারে কি?
উঃ পারে না।
৩৮। Guilty plea কখন করা যায়?
উঃ চার্জ গঠনের সময়।
৩৯। সংক্ষিপ্ত বিচার কতো ধারায়?
উঃ ২৬০
৪০। রাজ সাক্ষীকে ক্ষমা প্রদর্শন কতো ধারায়?
উঃ ৩৩৭
৪১। Non GR মামলা কি?
উঃ আমল অযোগ্য অপরাধের মামলা যা থানার মাধ্যেমে রুজু হয়।
৪২। অন্তবর্তীকালীন বা Ad-interim জামিন কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ের জন্য যে জামিন দেওয়া হয় সেটি অন্তবর্তীকালীন জামিন।
৪৩। স্থায়ী জামিন কি?
উঃ মামলা চুরান্ত ভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে জামিন দেওয়া হয় সেটি স্থায়ী জামিন।
৪৪। কোন মামলায় রাষ্ট্র বাদী হয়?
উঃ GR মামলায়।
৪৫। ফৌজদারী কার্যবিধি কতো সালের আইন?
উঃ ১৮৯৮ সালে।
৪৬। ফৌজাদারী কার্যবিধি কখন থেকে কার্যকর হয়?
উঃ ১লা জুলাই ১৮৯৮ সাল
৪৭। ফৌজদারী আদালতের শ্রেনী বিন্যাস সম্পর্কে কতো ধারায় বলা হয়েছে?
উঃ ৬
৪৮। কতো সালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট থেকে বিচারিক ম্যাজিষ্ট্রট পৃথক করা হয়?
উঃ ২০০৭ সালে।
৪৯। পি.পি. নিয়োগ দেওয়া হয় কতো ধারায়?
উঃ ৪৯২
৫০। কতো ধারায় এবং কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়?
উঃ ৫৪, ৯ টি ক্ষেত্রে
৫১। একত্রে সর্বোচ্চ কতোদিন পুলিশ রিমান্ড দেওয়া যায়?
উঃ ১৫ দিন
৫২। পুলিশ রিমান্ড কতো ধারায়?
উঃ ১৬৭
৫৩। ১৪৪ ও ১৪৫ কতোদিন বলবৎ থাকে?
উঃ ২ মাস
৫৪। ফরিয়াদীকে পরিক্ষা করা হয় কতো ধারায়?
উঃ ২০০
৫৫। ম্যাজিষ্ট্রট ও দায়রা জজ অপরাধ আমলে নেন কতো ধারায়?
উঃ ১৯০, ১৯৩
৫৬। পুলিশ সাক্ষীর জবানবন্ধী নেয় কতো ধারায়?
উঃ ১৬১
৫৭। Confession কতো ধারায়?
উঃ ১৬৪
৫৮। সুরতহাল রিপোর্ট কতো ধারায়?
উঃ ১৭৪
৫৯। Post Mortem কতো ধারায়?
উঃ ১৭৪(৩)
৬০। লাশ উত্তোলন কতো ধারায়?
উঃ ১৭৬(২)
৬১। অভিযোগ গঠনের ধারা গুলো বলুন?
উঃ ২৪২, ২৬৫(ঘ)
৬২। ২৪৯ ধারায় আবেদন করা যায় কোন মামলার ক্ষেত্রে?
উঃ GR মামলার ক্ষেত্রে।
৬৩। সময়ের আবেদন করতে হয় কতো ধারায়?
উঃ ৩৪৪
৬৪। আপোষের বিধান বর্নিত হয়েছে কতো ধারায়?
উঃ ৩৪৫
৬৫। দোবারা দোষ কতো ধারায়?
উঃ ৪০৩
৬৬৩। হাইকোর্ট মৃত্যুদন্ডাদেশ বহাল রাখে কত ধারা অনুযায়ী?
উঃ ৩৭৬
উঃ ৩৭৬
৬৭। আপীল আদালত সরাসরি আপীল খারিজ করতে পারে ফৌজদারী কার্য
বিধির কত ধারায়?
বিধির কত ধারায়?
উঃ ৪২১
৬৮। হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা আছে কত ধারায়?
উঃ ৫৬১ক
উঃ ৫৬১ক
৬৯। ফৌজদারী আদালত কত শ্রেণীর?
উঃ ২
উঃ ২
৭০। ম্যাজিস্ট্রেটকে মামলা প্রাপ্তির কত দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে ?
উঃ ১৮০ দিন
উঃ ১৮০ দিন
৭১। ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার বিধান কোন এলাকায় প্রযোজ্য নয়?
উঃ মহানগরীতে
উঃ মহানগরীতে
৭২। ফৌজদারী কার্যবিধির কোন ধারার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড ?
উঃ ৩০৩
উঃ ৩০৩
৭৩। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় ফৌজদারী আপীল বাতিলের বিধান আছে ?
উঃ ৪৩১
উঃ ৪৩১
৭৪। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদন্ড স্থগিত করার বিধান আছে?
উঃ ৩৮২
উঃ ৩৮২
৭৫। মৃত্যুদন্ডে দন্ডনীয় কোন অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সমাপ্ত না হয় তবে আসামী ?
উঃ জামিনে মুক্ত হতে পারে।
উঃ জামিনে মুক্ত হতে পারে।


0 Comments